ভারতের পশ্চিমবঙ্গ সরকারের আয়ের পথ হিসেবে বড় ভরসা মদের ওপর আবগারি শুল্ক। এবার সেই শুল্কের পরিমাণ দারুণ চমক সৃষ্টি করেছে। দোল পূর্ণিমার আগে-পরে মাত্র চার দিনে রাজ্যে ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যা হিসেব করলে দেখা যায় প্রতিদিন গড়ে ৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যদিও দোলের দিন বিকেল পর্যন্ত দোকান বন্ধ থাকায় সেভাবে বিক্রি না হলেও বৃহস্পতিবার রেকর্ড বিক্রি হয়েছে মদের।
গত বছরের থেকে অনেকটাই বিক্রি বেশি হয়েছে বলেই দাবি আবগারি দফতরের। সবথেকে বেশি বিক্রি হয়েছে বৃহস্পতিবার। ওই দিন বিক্রি ৭০ কোটি টাকার অঙ্ক ছাড়িয়েছে। ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ আর্থিক বছরে মদ বিক্রির পরিমাণকে অনেকটাই পিছনে ফেলেছে গত দেড় বছরের মদ বিক্রি। ২০২০-র জুন মাস থেকে ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত মদ বিক্রির থেকে রাজ্যের আয় হয়েছে ২৩ হাজার কোটি টাকা।
জানা গেছে, দেশি মদ বিক্রি করেই রাজ্য আবগারি দফতর সবথেকে বেশি আয় করেছে। ২০২২-এর জানুয়ারি মাসে সমীক্ষায় দেখা যায়, রাজ্যে গত দেড় মাসে যত মদ বিক্রি করা হয়েছে, তার মধ্যে ৩৫ শতাংশই দেশি মদ। দেশি মদের পর সবথেকে বেশি বিক্রি হয়েছে বিয়ার। উল্লেখ্য, গত দেড় বছরে অনেকটা সময়ই করোনার জেরে লকডাউন জারি ছিল। বন্ধ ছিল মদের দোকান। তা সত্ত্বেও উত্সবের মরসুমে মদ বিক্রি করে সেই লোকসান অনেকাংশে পুষিয়ে গিয়েছে। তবে সার্বিক ভাবে বিদেশি মদের বিক্রি কিছুটা কমেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।