শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

কারাগারেই আজ বিয়ে করছেন অ্যাসাঞ্জ

প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ১২:৩৪ রাত
আপডেট: মার্চ ২৪, ২০২২, ১২:৩৫ রাত

দীর্ঘদিনের পার্টনার স্টেলা মরিসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। দক্ষিণ-পূর্ব লন্ডনের বেলমার্শ কারাগারে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার (২৩ মার্চ) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিয়েতে মাত্র চারজন অতিথি অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন। এর বাইরে থাকবেন দুই জন সাক্ষী ও দুই জন নিরাপত্তাকর্মী।

গোপনীয় মার্কিন সামরিক রেকর্ড এবং কূটনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের দায়ে অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি করতে চায়  মার্কিন কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলাও হয়।

তবে ২০১৯ সাল থেকে বেলমার্শ কারাগারে বন্দি ৫০ বছর বয়সী অ্যাসাঞ্জ কোনো অন্যায় করেননি বলে বরাবরই জানিয়ে আসছেন। এর আগে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে সাত বছর ধরে আটক ছিলেন তিনি। 

২০২১ সালের নভেম্বরে বন্দি অ্যাসাঞ্জকে কারাগারে বাগ্দত্তা স্টেলা মরিসকে বিয়ে করার অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের বিবাহ আইন ১৯৮৩-এর আওতায় কারাগারে বিয়ের জন্য আবেদনের সুযোগ পান বন্দিরা। কোনো বন্দির আবেদন মঞ্জুর হলে সম্পূর্ণ খরচ মিটিয়ে নিজেদের বিয়ে সম্পূর্ণ করতে হয়।

ইকুয়েডর দূতাবাসে অবস্থানের সময় দুই সন্তানের বাবা-মা হন অ্যাসাঞ্জ-মরিস। ২০১১ সালে অ্যাসাঞ্জের আইনজীবীর দলে যোগ দেন

মরিস, তাদের মধ্যে সম্পর্ক শুরু হয় ২০১৫ সালে।

জানা গেছে, জনপ্রিয় ব্রিটিশ ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউডের ডিজাইন করা পোশাক পরবেন স্টেলা মরিস। অ্যাসাঞ্জের বাবা ও তাদের পূর্বপুরুষরা স্কটল্যান্ডের ছিলেন। সে কারণে তিনি পরবেন সামরিক ধাঁচে তৈরি স্কার্টের মতো স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী বিয়ের পোশাক। তার পোশাকেরও ডিজাইন করেছেন ভিভিয়েন ওয়েস্টউড।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়