শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

ইউক্রেন যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়, রাশিয়াকে জাতিসংঘ

প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ১২:৪০ রাত
আপডেট: মার্চ ২৪, ২০২২, ১২:৪০ রাত

প্রায় একমাস ধরে ইউক্রেনে আগ্রাসন পরিচালনা করছে রাশিয়া। রুশ বাহিনীর সর্বাত্মক হামলায় ইউক্রেনের বিবর্ণ চেহারা সামনে এলেও মস্কোও যেন খুব সুবিধাজনক অবস্থানে নেই। এমনকি সামরিক অভিযান চালাতে গিয়ে বহু সংখ্যক সেনা নিহত হওয়ার তথ্যও সামনে আসছে।

এমন পরিস্থিতিতে ভ্লাদিমির পুতিনের উদ্দেশে ‘কঠোর বার্তা’ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। ইউক্রেনে চলমান যুদ্ধকে ‘অজেয়’ বলে উল্লেখ করেছেন তিনি। বুধবার (২৩ মার্চ) জাতিসংঘের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মস্কোর উদ্দেশে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস বলেন, ‘এই যুদ্ধ অজেয়। শিগগিরই হোক বা পরে, যুদ্ধক্ষেত্র থেকে শান্তির টেবিলে যেতেই হবে। এটি অবশ্যম্ভাবী। এখন একটিই প্রশ্ন আছে, আর তা হলো: (শান্তির টেবিলে যাওয়ার আগে) আর কত প্রাণ হারাতে হবে?’

তিনি আরও বলেন, ‘যুদ্ধ কোথাও দ্রুতগতিতে হচ্ছে না। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রাশিয়ার সামরিক বাহিনী মারিউপোল শহরটি অবরোধ করে রেখেছে। অবরুদ্ধ করে রাখার পাশাপাশি শহরটিতে নিরলসভাবে বোমাবর্ষণ, গোলাগুলি ও আক্রমণ করেছে রুশ সেনারা। এসব কিসের জন্য?’

তার ভাষায়, ‘মারিউপোল শহরের পতন হলেও শহরের পর শহর, রাস্তার পর রাস্তা এবং ঘর-বাড়ি দখল করে ইউক্রেনকে জয় করা যাবে না।’

আর তাই সংকট নিরসনে জরুরি আলোচনার আহ্বান জানিয়ে জাতিসংঘের প্রধান বলেছেন, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হলে (আলোচনার টেবিলে যথেষ্ট) সুযোগ আছে।’

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়