সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক হিলারি ক্লিনটন করোনা আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার হিলারি জানান, তিনি করোনা পজেটিভ হয়েছেন। তবে তার উপসর্গ মৃদু।
৭৪ বছর বয়সী সাবেক এ ফার্স্টলেডি এক টুইটে বলেন, ‘আমি করোনা পজেটিভ হয়েছি। মৃদু কিছু ঠান্ডাজনিত সমস্যা দেখা দিয়েছে; তবে আমি ভালো আছি।’
তিনি বলেন, ‘গুরুতর অসুস্থতা ঠেকাতে ভ্যাকসিন যে সুরক্ষা দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। দয়া করে ভ্যাকসিন নিন এবং প্রয়োজন পড়লে বুস্টার ডোজ নিন।’
হিলারি জানান, তার স্বামী বিল ক্লিনটন করোনা পরীক্ষায় নেভেটিভ হয়েছেন; তিনি সুস্থ আছেন। বিল ক্লিনটন কুয়ারেন্টিনে রয়েছেন বলে জানান তিনি।
এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি দ্বিতীয়বারের মতো করোনা পজেটিভ হয়েছেন বলে জানান।
এ কারণে তিনি ইউরোপে অনুষ্ঠিতব্য ন্যাটোর সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যোগ দিতে পারছেন না।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের গড় হিসাব ঘোষণা করা হয়। গত এক সপ্তাহে দেশটিতে গড়ে ২৯ হাজার ৮৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন, যা আগের সপ্তাহ থেকে ১৬ শতাংশ কম।
বিশ্বে করোনায় প্রাণহানির দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনা প্রাণ কেড়ে নিয়েছে ৯ লাখ ৯৯ হাজার ৭৯২ জনের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।