রাস্তার পাশের ড্রেনের বেহাল অবস্থা দেখে নিজেই পরিষ্কার করতে নেমে পড়েন পূর্ব দিল্লির কাউন্সিলর হাসিব-উল-হাসান। আর কাদা মাখামাখি হয়ে ড্রেন থেকে উঠে আসার পর তাকে দুধ দিয়ে গোসল করিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির শাস্ত্রী পার্কে।
সামনেই রয়েছে দিল্লিতে পৌরসভা নির্বাচন। নির্বাচনী প্রচার শুরু না হলেও এরইমধ্যে আম আদমি পার্টি (আপ) , বিজেপি, কংগ্রেস নেতারা নেমে পড়েছেন জনসংযোগে। কিন্তু তা করতে গিয়ে আপ কাউন্সিলর হাসিব-উল-হাসান যা করলেন, তা রীতিমতো চমকে দিয়েছে সকলকে। দিল্লির শাস্ত্রী পার্ক এলাকা দিয়ে যাওয়ার সময় ড্রেনের চারপাশে জমা ময়লা, পানি উপচে পড়তে দেখেন ওই কাউন্সিলর। আর তা দেখা মাত্রই পরিষ্কার করতে নেমে পড়েন কাউন্সিলর।
ওই কাউন্সিলর যখন ড্রেন পরিষ্কার করছিলেন, স্থানীয় বাসিন্দারা তার ভিডিও করে নেন। এরইমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা জামা পরে ওই কাউন্সিলর বুক পর্যন্ত কাদা পানিতে নেমে পড়ে তা পরিষ্কার করছেন। তার হাত ধরে রয়েছেন দু’জন।
আম আদমির পার্টির ওই কাউন্সিলর পরে অভিযোগ করে বলেন, ড্রেনটি অপরিচ্ছন্ন এবং বিপদজ্জনক ছিল। বারবার অভিযোগ করেও বিজেপি কাউন্সিলর ও স্থানীয় প্রশাসন তাকে সাহায্য করেনি। পরে তিনি এমন কাণ্ড করার সিদ্ধান্ত নেন।
পরিচ্ছন্ন অভিযান শেষে কাউন্সিলর হাসানের সমর্থকরা পরে তাকে দুধ দিয়ে গোসল করান। অনিল কাপুর অভিনীত ‘নায়ক’ সিনেমার মতোই এই ঘটনাকে বর্ণনা করছেন কেউ কেউ।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লির তিনটি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। এখন, তিনটি নাগরিক সংস্থার পরিবর্তে - পূর্ব দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন, উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন শুধু একটি থাকবে। আগামী সপ্তাহে বিলটি সংসদে পেশ হতে পারে। এর আগে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) নির্বাচনের তারিখ ঘোষণা স্থগিত করাকে দেশের গণতন্ত্রের জন্য হুমকি বলে অভিহিত করেছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।