শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

যুদ্ধে ইউক্রেন অবশ্যই জিততে পারে : জনসন

প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ১২:২৯ রাত
আপডেট: মার্চ ২৬, ২০২২, ১২:২৯ রাত

টানা একমাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। একসঙ্গে তিন দিক থেকে হওয়া রুশ সেনাদের এই হামলায় ইউক্রেনের বিবর্ণ চেহারা বের হয়ে এলেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন মনে করেন, যুদ্ধে ইউক্রেন অবশ্যই জিততে পারে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভাষায়, ‘আমি মনে করি (রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে) ইউক্রেন অবশ্যই জিততে পারে।’ শুক্রবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি’র নিউজনাইটের নিক ওয়াটের সাথে কথা বলার সময় বরিস জনসন বলেন, ‘আমি মনে করি না এটি সহজ হবে। পুতিন ইতোমধ্যেই ব্যর্থ হয়েছেন বা পরাজিত হয়েছেন বলে টের পাওয়া যাচ্ছে। কারণ আমি মনে করি, সামরিক অভিযানের বিরুদ্ধে ইউক্রেনীয়রা যে প্রতিরোধ করতে চলেছে সে বিষয়ে আক্ষরিক অর্থেই তার কোনো ধারণা ছিল না।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন সম্পর্কে সম্পূর্ণরূপে ভুল বুঝেছিলেন এবং জাতি হিসেবে ইউক্রেনকে ধ্বংস করা তো দূরের কথা, তিনি এটিকে আরও শক্ত করেছেন... তিনি ইউক্রেনকে পরাধীন করতে পারবেন না। দেশটিতে অভিযান চালিয়ে সেই অর্থে জিততে পারবেন না।’

অবশ্য যুদ্ধ বন্ধে কিয়েভ-মস্কো আলোচনা চালিয়ে যাচ্ছে এবং ইতোমধ্যেই উভয়পক্ষ বেশ কয়েক দফায় বৈঠক করেছে। এসব আলোচনা বা বৈঠক থেকে কার্যত কোনো ফলই আসেনি। আর তাই বরিস জনসন বলছেন, পুতিন যে সত্যিই শান্তি চান, সে বিষয়ে তিনি ‘আশাবাদী নন’।

তিনি বলেন, ‘আমি মনে করি তিনি ডাবল ডাউন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ইউক্রেনের বড় শহরগুলোকে ‘গ্রোজনিফাই’ করার চেষ্টা করেছেন ঠিক যেভাবে তিনি সবসময় করার চেষ্টা করেছেন এবং আমি মনে করি এটি একটি দুঃখজনক ভুল।’

উল্লেখ্য, বরিস জনসন এখানে চেচেন শহর গ্রোজনির কথা উল্লেখ করেছেন। ১৯৯৯-২০০০ সালে রাশিয়া এই শহরটিতে প্রচণ্ড বোমাবর্ষণ এবং অবরোধ করেছিল।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়