শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

রাশিয়াকে জড়িয়ে ষড়যন্ত্র, হিলারির বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০১:৩৪ রাত
আপডেট: মার্চ ২৬, ২০২২, ০১:৩৪ রাত

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ফ্লোরিডায় ফেডারেল আদালতে মামলা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হিলারি ছাড়াও ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক পার্টির পরিচালনা পর্ষদ ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটিসহ ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ মামলায় আসামি করা হয়েছে।

আজ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সাবেক প্রেসিডেন্টের দাবি— রাশিয়ার সঙ্গে সম্পর্ক আছে এমন মিথ্যা দাবি তুলে ২০১৬ সালে তার নির্বাচনী প্রচারণা ভণ্ডুলের ষড়যন্ত্র হয়েছিল।

মামলায় বিভিন্ন পেশার মানুষকে জড়ানো হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছর ধরে ট্রাম্প অভিযোগ করে আসছেন যে তার বিরুদ্ধে 'গভীর ষড়যন্ত্র' হচ্ছে।

মামলায় অভিযুক্তের তালিকায় আছেন এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কমিসহ অন্যান্য কর্মকর্তার সঙ্গে আছেন ব্রিটিশ গোয়েন্দা ক্রিস্টোফার স্টিলি ও তার সহযোগী এবং হিলারির বেশ কয়েকজন প্রচারণা উপদেষ্টা।

১০৮ পৃষ্ঠার মামলার নথিতে বলা হয়েছে, 'গবেষণা, তথ্য বিশ্লেষণ ও রাজনৈতিক কৌশলের' নামে অভিযুক্তরা জনগণের বিশ্বাস বদলে দেওয়ার অপচেষ্টা করেছিলেন। তাদের একটাই উদ্দেশ্য ছিল, আর তা হলো—ট্রাম্পকে অপমান করা।

হিলারির ২০১৬ সালের প্রচারণার চেয়ারম্যান ও মামলার অন্যতম অভিযুক্ত জন পডেসিয়া টুইটে বলেন, 'আপনাদের কি মনে হচ্ছে, সাক্ষী হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ডাকা হবে এই আশায় ট্রাম্প মামলা করেছেন?'

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়