ইউক্রেনে যুদ্ধের এক মাস পার হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এতে উভয় দেশেরই বহু হতাহত হচ্ছে। চলমান এই যুদ্ধের মধ্যেই পদত্যাগ করেছেন ইউক্রেনের কৃষিমন্ত্রী।
বৃহস্পতিবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রী ভ্লোদিমির জেলেনস্কির কাছে পদত্যাগপত্র জমা দেন ইউক্রেনের কৃষিবিষয়ক মন্ত্রী রোমান লেশচেঙ্কো। সংবাদমাধ্যম রয়টার্সের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা।
যুদ্ধের মধ্যেই ঠিক কী কারণে দেশটির কৃষিমন্ত্রী পদত্যাগ করলেন, তা নিশ্চিত করেনি কেউ।
তবে খুব দ্রুতই কৃষিমন্ত্রীর পদ পূরণ করতে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী জেলেনস্কি। লেশচেঙ্কোর স্থলাভিষিক্ত হচ্ছেন ইউক্রেনের জ্যেষ্ঠ আইনপ্রণেতা মাইকোলা সোলস্কি।
জানা যায়, প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ সোলস্কি। তিনি মন্ত্রিত্বের প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন। খুব দ্রুতই শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।