শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

ইউক্রেনে সাধারণ নাগরিকদের অস্ত্র কেনার হিড়িক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০১:৫৬ রাত
আপডেট: মার্চ ২৬, ২০২২, ০১:৫৬ রাত

অস্ত্র কেনাবেচার হিড়িক পড়ে গেছে ইউক্রেনের লভিভ শহরে। আত্মরক্ষার্থে প্রায় সব বাসিন্দাই কিনে রাখছেন অত্যাধুনিক বিভিন্ন অস্ত্র। যুদ্ধের পরিস্থিতি বিবেচনায় কমিয়ে দেয়া হয়েছে এসব অস্ত্রের দামও। মাত্র ৮০০ ডলারেই মিলছে কালাশনিকভের মতো মারণাস্ত্র। এসব চালাতে প্রশিক্ষণও নিয়ে রাখছেন অনেকে।

ইউক্রেনের গুরুত্বপূর্ণ প্রতিটি শহরেই আগ্রাসন চালাচ্ছে রুশ বাহিনী। ধ্বংস করে ফেলা হচ্ছে একের পর এক আবাসিক ভবন। তবে এখনও পোল্যান্ড সীমান্তবর্তী লভিভ শহরে বড় ধরনের অভিযান শুরু করেনি পুতিন সরকার। আর তার পূর্বপ্রস্তুতি হিসেবেই আত্মরক্ষার্থে বাসা বাড়িতে অস্ত্র কিনে রাখছেন অনেকে। যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ আগে থেকেই শহরটিতে বেড়েছে অস্ত্র কেনাবেচা।

একজন অস্ত্র বিক্রেতা বললেন, যুদ্ধের তিন-চার সপ্তাহ আগেই বিভিন্ন ধরনের অস্ত্রের বিক্রি বাড়তে শুরু করে। সবাই মূলত আত্মরক্ষার্থেই কিনে রাখছে। এই কয়েক সপ্তাহে হাজার হাজার অস্ত্র বিক্রি হয়েছে আমার দোকান থেকেই।

এসব মারণাস্ত্র কেনার আগে অনেকেই নিয়ে রাখছেন চালানোর প্রশিক্ষণ। মজার ব্যাপার হলো, বুলেটের লক্ষ্যবস্তু বানানো হয়েছে পুতিনের চেহারায়। যেন পুতিনের শরীরেই গুলি করছেন তারা। আর এক ক্রেতা বলছেন, সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর এই প্রথম অস্ত্র হাতে তুলে নিলাম। আগে স্বয়ংক্রিয় অস্ত্র চালিয়েছি। এবারও বন্দুক কিনেছি। কতোটা নিরাপত্তাহীনতায় ভুগছি তা বিশ্বের সবারই জানা।

আগে এসব অস্ত্র কিনতে লাইসেন্সের জন্য কয়েক সপ্তাহের দীর্ঘ প্রক্রিয়া থাকলেও এখন তা মিলছে মাত্র কয়েক ঘণ্টায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়