রাশিয়া আর ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের রেশ ধরে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত রাশিয়ার সরকারি ও বেসরকারি নানা ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ পশ্চিমা দেশগুলোতে বসবাসরত রুশ নাগরিকদের ওপর বেড়েছে সহিংসতার ঘটনা। এর মধ্যেই এবার জার্মানির রাজধানী বার্লিনে রাশিয়ার একটি আন্তর্জাতিক স্কুলে দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে।
এতে কেউ হতাহত না হলেও আগুনে পুড়ে গেছে স্কুলটির বেশ কয়েকটি কক্ষ। স্কুলটির নির্বাহী পরিচালক মারিনা বার্ড জানান, বুধবার (২৩ মার্চ) রাতে কে বা কারা আন্তর্জাতিক ‘লমনসোউ’ স্কুলটিতে আগুন ধরিয়ে দেয়। হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলটির নানা আসবাব। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি। এমন কাপুরুষোচিত ঘটনায় হতাশা প্রকাশ করে দুর্বৃত্তদের শাস্তি দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক লমনসোউ স্কুলের নির্বাহী পরিচালক মারিনা বার্ড বলেন, যুদ্ধের জের ধরে কোনো ভাষাভাষী মানুষের ওপর কিংবা কোনো শিক্ষা বা সংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা কাম্য নয়। আমাদের সভ্যতা অন্তত এটা শেখায় না। যে কোনো বিষয়ে অসন্তুষ্টি, রাগ কিংবা বেদনা সবকিছুই আলোচনার মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। ধ্বংসাত্মক শক্তির মাধ্যমে নয়। এই হামলার পূর্ণ তদন্ত দাবি করছি।
এদিকে এই হামলার ঘটনায় কারা জড়িত কিংবা তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা রুশ বিদ্বেষের সঙ্গে সম্পৃক্ত কি না, এসব জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকেই জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত রুশ নাগরিক ও প্রতিষ্ঠানের ওপর এখন পর্যন্ত শতাধিক হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ ও বার্লিনের রুশ দূতাবাস।
দেশব্যাপী এ ধরনের সহিংসতার ঘটনা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ ও দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমাইয়ার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।