সৌদি আরবে তেলের সবচেয়ে বড় মজুদাগার সৌদি আরামকো সহ বেশকিছু তেল বিষয়ক স্থাপনায় ধারাবাহিক ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। জেদ্দা এবং রিয়াদে বিভিন্ন স্থাপনায় এই হামলা চালানো হয়েছে। এর ফলে জেদ্দায় অবস্থিত স্থাপনায় আগুন ধরে যায় এবং এর ফলে সৃষ্ট কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। যদিও সৌদি আরব এবং রাষ্ট্রপরিচালনা সৌদি আরামকো তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কথা স্বীকার করেনি, তবে শুক্রবার দিনের শেষের দিকে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন হুতিরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অন্যদিকে রাস তানুরা এবং রাবিঘ শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে।
ওই মুখপাত্র আরো বলেছেন, সৌদি আরবের রাজধানী রিয়াদে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাকেউ টার্গেট করা হয়েছিল। তিনি বলেন হুতিদের টার্গেট ছিল রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা। সৌদি আরবের বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আরামকোর জিজান, নাজারান, রাস তানুরা, রাবিঘ স্থাপনায় বিপুল সংখ্যক ড্রোন হামলা চালানো হয়।
এ বিষয়ে আরাবিয়া টিভি সৌদি আরবের নেতৃত্বাধীন জোটকে উদ্ধৃত করে বলেছে নাজারানে বিস্ফোরকভর্তি দুটি ড্রোনকে ধ্বংস করেছে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বিবৃতিতে বলেছেন পবিত্র রমজান মাসকে সামনে রেখে ইয়েমেনে যখন উত্তেজনা কমিয়ে আনার প্রয়োজন, মানুষের জীবন রক্ষায় ব্যবস্থা নেয়া প্রয়োজন- তখনই এই হামলা চালানো হয়েছে। হুতিরা ধ্বংসাত্মক এবং বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে বেসামরিক স্থাপনার বিরুদ্ধে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।