শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

রাশিয়ায় সরকার পরিবর্তন চায় না ন্যাটো

প্রকাশিত: মার্চ ২৯, ২০২২, ০১:২৬ রাত
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:১৬ সকাল

একদিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কসাই’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘তিনি (পুতিন) ক্ষমতায় থাকতে পারেন না’। তবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো বলেছে রাশিয়ায় সরকার পরিবর্তন দেখতে চায় না তারা। পাশাপাশি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনও বলেছেন, রাশিয়া বা অন্য কোনও দেশের সরকার পরিবর্তনের কোনও পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই।
 
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস রোববার (২৭ মার্চ) জানান, রাশিয়ায় সরকার পরিবর্তন করা ন্যাটোর উদ্দেশ্য নয়। জার্মানির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এআরডি’কে চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, ‘এটি (রাশিয়ায় সরকার পরিবর্তন) ন্যাটো বা মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্য নয়। হোয়াইট হাউসে তার (বাইডেনের) সঙ্গে দীর্ঘসময় কথা বলার সুযোগ পেয়েছি এবং আমরা এই প্রশ্নগুলো নিয়েও আলোচনা করেছি। সব জায়গায়ই গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়বিচারের (নিরাপদ) ভবিষ্যৎ রয়েছে। তবে এটি জনগণ ও জাতির জন্য স্বাধীনতার লড়াই।’
 
পুতিনকে নিয়ে বাইডেনের বক্তব্যের পরই ক্রেমলিন থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে। বলা হয়, কাকে নেতা হিসাবে বেছে নেওয়া হবে সেটি সম্পূর্ণভাবে রাশিয়ার জনগণের উপর নির্ভর করছে। বাইডেনের ওই মন্তব্যের পর শুধু ক্রেমলিন থেকেই নয় বরং যুক্তরাষ্ট্রের ভেতর থেকেও তার সমালোচনা হয়েছে।
 
যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক রিচার্ড হাস কড়া ভাষায় এক টুইটে লেখেন, ‘‘এ ধরনের মন্তব্য জটিল পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল এবং বিপজ্জনক পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে।” রিচার্ড ইউএস কাউন্সিল অন ফরেইন রিলেশন্স এর প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, ‘‘ওটা সুস্পষ্ট। কীভাবে বিপদ কমিয়ে আনা যায় সেটা বরং অস্পষ্ট। কিন্তু আমার পরামর্শ হচ্ছে, তার প্রধান সহযোগীদের উচিত রুশ প্রেসিডেন্টের সহযোগীদের সঙ্গে যোগাযোগ করে এটি পরিষ্কার করা, যুক্তরাষ্ট্র রাশিয়ার বর্তমান সরকারের সঙ্গেই চুক্তি করতে প্রস্তুত আছে।”
 
শনিবার পোল্যান্ডের রাজধানীতে দেওয়া বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ঈশ্বরের জন্য, এই লোকটি (ভ্লাদিমির পুতিন রাশিয়ার) ক্ষমতায় থাকতে পারেন না। বক্তৃতার একেবারে শেষের দিকে করা এই মন্তব্যটিই ইউরোপে বাইডেনের চার দিনের সফরের ক্যাপস্টোন হয়ে উঠে। বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার সামরিক বাহিনীর আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধকে সোভিয়েত বিরোধী ‘স্বাধীনতার লড়াই’ এর সঙ্গে তুলনা করেন এবং বলেন, বিশ্বকে ‘দীর্ঘ লড়াইয়ের’ জন্য প্রস্তুত হতে হবে। তিনি বলেন, ‘এই যুদ্ধে আমাদের পরিষ্কার লক্ষ্য রাখতে হবে। এই যুদ্ধটি কয়েকদিনে বা কয়েক মাসেও জয়ী হওয়া যাবে না। এই লড়াইয়ে দীর্ঘ পথ চলার জন্য আমাদের অবশ্যই এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।’
 
বাইডেনের বক্তব্য নিয়ে হইচই শুরু হলে এর ব্যাখ্যা দিতে মঞ্চে উপস্থিত হন ব্লিনকেন। রোববার ইসরায়েল সফরের সময় তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন সহজ ভাষায় বলতে চেয়েছেন, পুতিনকে ইউক্রেইনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে দেওয়া যেতে পারে না।
 
“আমার মনে হয় প্রেসিডেন্ট গত রাতে যে কথা বলেছেন, সেটা খুবই সাধারণ, ইউক্রেইন বা অন্য কোনও দেশে যুদ্ধ বা আগ্রাসন চালানোর ক্ষমতা প্রেসিডেন্ট পুতিন পেতে পারেন না। যেমনটা আপনারা জানেন, এবং যেমনটা আপনারা আমাদের বার বার বলতে শুনেছেন, এ কারণে আমাদের রাশিয়া বা অন্য কোথাও ক্ষমতার পালা পরিবর্তন করার কোনও ধরনের কৌশল নেই। এক্ষেত্রে বা যে কেনও ক্ষেত্রে এই প্রশ্ন একমাত্র দেশটির জনগণ তুলতে পারে, সেটি রাশিয়ার জনগণের উপর নির্ভর করছে,”বলেন ব্লিনকেন।
 
জো বাইডেনের এমন মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানায় রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় ক্রেমলিন। পরে বেশ দ্রুতই বাইডেনের মন্তব্য আরও খোলসা করে হোয়াইট হাউস। তারা জানায়, প্রেসিডেন্ট বাইডেন মস্কোতে শাসন পরিবর্তনের আহ্বান জানাচ্ছেন না। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ায় ‘শাসন পরিবর্তনের’ আহ্বান জানাননি। তবে বাইডেনের বক্তব্যের অর্থ, ‘পুতিনকে তার প্রতিবেশী বা অঞ্চলের ওপর ক্ষমতা প্রয়োগ করার অনুমতি দেয়া যাবে না।’
 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়