ভারতের দিল্লি বিমানবন্দরে টার্মিনাল থেকে রানওয়েতে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রিবাহী বিমান। দিল্লি থেকে জম্মু গামী একটি স্পাইস জেট বিমানের সাথে সেখানে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির ধাক্কা লাগে। এর ফলে খুঁটিটি উপড়ে পড়ে, ক্ষতিগ্রস্থ হয় বিমানটিও। তবে যাত্রীরা সুরক্ষিত আছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সোমবার (২৯ মার্চ) এই ঘটনা ঘটে। এতে বিমানের এক দিকের ডানার ক্ষতি হয়। তবে এর ফলে যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। পরে বিমানটিকে সুরক্ষিত জায়গায় নিয়ে গিয়ে মেরামতির কাজ শুরু হয়েছে বলেও জানা গেছে। যাত্রীদের অন্য বিমানে করে গন্তব্যে পাঠানো হয়েছে। এ ঘটনা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত।
স্পাইস জেটের এক মুখপাত্র এ নিয়ে বলেন, সোমবার, স্পাইস জেট ফ্লাইট এসজি-১৬০ দিল্লি থেকে জম্মুর পথে উড়ে যাচ্ছিল। রানওয়ের দিকে যাওয়ার সময় বিমানের ডান দিকের ডানার পিছনের প্রান্তের সঙ্গে একটি খুঁটির ধাক্কা লাগে। যাত্রীদের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করা হয়েছে। তবে এই ঘটনায় কেউ আহত হননি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।