শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সব সড়কবাতি বন্ধ রাখবে শ্রীলঙ্কা

প্রকাশিত: এপ্রিল ০১, ২০২২, ০৪:৩১ সকাল
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:০৬ সকাল

জ্বালানি আমদানি করার মতো পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা না থাকায় সংকটে পড়া শ্রীলঙ্কার কোথাও কোথাও দৈনিক সর্বোচ্চ ১৩ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। আজ বৃহস্পতিবার দেশটির বিদ্যুৎমন্ত্রী পবিত্র ভান্নিয়ারাচ্চি জানিয়েছেন, এ পরিস্থিতি মে মাস পর্যন্ত অব্যাহত থাকতে পারে।


দেশটির বিদ্যুৎমন্ত্রী আরও জানিয়েছেন, সংকটময় এ পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সব স্ট্রিট লাইট (সড়কবাতি) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

‘বিদ্যুৎ সংরক্ষণে সহায়তা করার জন্য আমরা এরই মধ্যে কর্মকর্তাদের সারা দেশের রাস্তার আলো বন্ধ করার নির্দেশ দিয়েছি,’ সাংবাদিকদের বলেছেন বিদ্যুৎমন্ত্রী।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ধার করা ৫০ কোটি ডলারের ডিজেলের একটি চালান শনিবার ভারত থেকে আসবে বলে জানিয়েছেন মন্ত্রী পবিত্র ভান্নিয়ারাচ্চি।

বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘এই চালান আসার পর আমরা লোডশেডিংয়ের সময় হ্রাস করতে পারব। কিন্তু তারপরও বৃষ্টি না আসা পর্যন্ত, যার জন্য মে পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা চালিয়ে যেতে হবে। আমাদের আর কিছু করার নেই।’


তীব্র জ্বালানি সংকটের মধ্যে জলবিদ্যুৎ উৎপাদনও হ্রাস পাওয়ায় দেশজুড়ে বুধবার থেকে প্রতিদিন রেকর্ড ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। কিন্তু কোথাও কোথাও সর্বোচ্চ ১৩ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। 

আমদানির বিল পরিশোধে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার তীব্র ঘাটতির কারণে ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর এবারই সোয়া দুই কোটি মানুষের দেশ শ্রীলঙ্কাকে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে।

তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটর চালানোর জ্বালানি না থাকায় চলতি মাসের শুরু থেকে দেশটিতে প্রতিদিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হচ্ছিল। দেশটির মোট চাহিদার ৪০ শতাংশের বেশি আসে জলবিদ্যুৎ থেকে, কিন্তু বৃষ্টি না হওয়ায় বেশিরভাগ জলবিদ্যুৎ প্রকল্পের জলাধারে পানি বিপজ্জনক মাত্রায় নেমে আসায় চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদনে চরম ঘাটতি দেখা দিয়েছে।

দেশটির বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদিত হয় কয়লা ও তেল থেকে। এ দুটোই আমদানি করতে হয়; কিন্তু তার বিল পরিশোধে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা এখন শ্রীলঙ্কার রিজার্ভে নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়