শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

ইউক্রেনকে আরও ৩০ কোটি ডলার ও অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: এপ্রিল ০৩, ২০২২, ১২:৪৬ রাত
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:০৩ সকাল

রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে ইউক্রেনকে আরও ৩০ কোটি ডলার আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। অর্থের পাশাপাশি বেশ কিছু সমরাস্ত্রও পাঠানো হবে ইউক্রেনে।

এসব সমরাস্ত্রের মধ্যে রয়েছে লেজার নিয়ন্ত্রিত রকেট, ড্রোন, গোলাবারুদ, নাইট-ভিশন ডিভাইস, ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাকটিক্যাল সিকিউর কমিউনিকেশন সিস্টেম, চিকিৎসা সামগ্রী ও যন্ত্রাংশ।

শনিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন। বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘রাশিয়ার এই বেছে নেওয়া যুদ্ধে ইউক্রেন বীরের মতো লড়ছে। দেশটির সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অর্থ ও অস্ত্র সহায়তা সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ বাহিনীর ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর মার্চের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস ইউক্রেনে মানবিক ও সামরিক সহায়তা হিসেবে ১৩ দশমিক ৬ বিলিয়ন ডলার পাঠানোর একটি প্রস্তাবের অনুমোদন দেয়।

তার অল্প কয়েক দিনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে আরও ১ বিলিয়ন ডলার পাঠানোর প্রতিশ্রুতি দেন।

রুশ অভিযান ঠেকাতে আরও আধুনিক অস্ত্র সরবরাহের জন্য গত এক সপ্তাহেরও যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যেসব অস্ত্র তিনি চেয়েছিলেন, সাম্প্রতিক এই সহায়তা প্যাকেজে তার অধিকাংশই রেখেছে মার্কিন সরকার। তবে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ বিমানও চেয়েছিলেন জেলেনস্কি। সেই অনুরোধ রাখেনি যুক্তরাষ্ট্র। সহায়তা প্যাকেজের কোথাও যুদ্ধ বিমানের উল্লেখ করা হয়নি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্দেশে আপাতত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মজুত থেকে এসব অস্ত্র ইউক্রেনে সরবরাহ করা হচ্ছে, তবে যে ৩০ কোটি ডলার পাঠানো হচ্ছে, সেটি কেবল সামরিক প্রয়োজনে ব্যয়ের সুপারিশ করা হয়েছে।

অর্থাৎ, এর পর থেকে নগদ অর্থ দিয়ে অস্ত্র কিনতে হবে ইউক্রেনকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়