জাপানের এক রেস্তোরাঁয় গ্রাহকের পাতে পরিবেশন করা হয় মাছের একটি পদ। নুডলস, বাহারি সবজি এবং লেবুর টুকরোর সঙ্গে এই পদটি পরিবেশন করা হয়। কিন্তু চপস্টিক দিয়ে খাওয়া শুরু করতেই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা।
চপস্টিকের ছোঁয়াতেই মাছটি মুখ হাঁ করে উঠল। জাপানে কাঁচা মাছ খাওয়ার চল রয়েছে বটে, কিন্তু তাই বলে জ্যান্ত মাছ!
জাপানের ঐ রেস্তোরাঁয় পরিবেশন করা কাঁচা মাছ (সাশমী) প্লেটের মধ্যেই লাফিয়ে উঠেছে! অবাক করা এ ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।
@তাকাহিরো৪৬০১ নামের এক নেটিজেন ইনস্টাগ্রামে এই ভিডিওটি আপলোড করেছেন। ভাইরাল হওয়া এই ভিডিওটি প্রায় ৭৮ লাখ মানুষ দেখেছেন।
View this post on Instagram
ভিডিওতে দেখা যাচ্ছে, চপস্টিকটি মাছের মুখের সামনে যেতেই মাছটি মুখ হাঁ করে চপস্টিকটি কামড়ে ধরে। গোটা মাছটি কাঁচা অবস্থাতেই ছিল। ভিডিওটি দেখার পর হাজার হাজার মানুষ তাদের মতামত জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।