করোনা মহামারি কাটিয়ে প্রায় দুই বছর পর বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিল মালয়েশিয়া। শুক্রবার (১ এপ্রিল) মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) ২২০ জন পর্যটককে স্বাগত জানানো হয়। এ সময় তাদের স্বাগত জানান দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী দাতুক সেরি ন্যান্সি শুকরি।
শুক্রবার আবুধাবি থেকে ইত্তেহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল ১০টায় বিমানবন্দরে অবতরণ করলে জলকামানের মাধ্যমে স্যালুট দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। এ সময় তাদের উপহার দিয়ে স্বাগত জানান পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী দাতুক সেরি ন্যান্সি শুকরি।
এ সময় মন্ত্রী বলেন, ‘করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পার করার পর আমরা এই মুহূর্তটির জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম। এটি আমাদের ঈদ উৎসবের মতো।’ তিনি আরও বলেন, মালয়েশিয়ার সংস্কৃতি ও রীতিনীতি, পর্যটনপণ্য যেমন: বিনোদন ও কেনাকাটার স্থানের পাশাপাশি দ্বীপের ছুটির দিনগুলোকে তুলে ধরতে ইফতার অনুষ্ঠানের মতো বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। পর্যটকরা যেন আনন্দের সঙ্গে এখানে সময় অতিবাহিত করতে পারে, সে জন্য সবরকম ব্যবস্থা করেছে দেশটি।
দেশটির সীমান্ত পুনরায় খোলার পর এই বছর ৪০ লাখ আন্তর্জাতিক পর্যটক আগমনের আশা করছেন সংশ্লিষ্টরা, যা থেকে ৮ দশমিক ৬ বিলিয়ন রিঙ্গিত আয়ের আশা করছে দেশটি।
ইমিগ্রেশন বিভাগের উপমহাপরিচালক (ব্যবস্থাপনা) দাতুক জাকারিয়া বলেন, ‘দেশের ১৮৩টি গেটওয়ের সুবিধাগুলো অটো গেট এবং ম্যানুয়াল কাউন্টারগুলো সক্রিয় করার সঙ্গে ভ্রমণকারীদের আগমনের জন্য প্রস্তুত ছিল। ইমিগ্রেশনে প্রয়োজনে আরও ম্যানুয়াল কাউন্টার খোলার জন্য প্রস্তুত আছি আমরা। এখন অবধি বিদ্যমান কাউন্টারগুলোতে ভিড় ছাড়াই ভ্রমণকারী যাবতীয় কাজ সম্পাদন করতে পারছেন।’
মালয়েশিয়া এয়ারপোর্ট হোল্ডিংস বিএইচডি (এমএএইচবি) মহাব্যবস্থাপক দাতুক ইস্কান্দার মিজাল মাহমুদ বলেন, ‘আমরা ভ্রমণকারীদের আগমন প্রক্রিয়া এবং অপেক্ষার সময় ইত্যাদি সুবিধার বিষয়টি মাথায় রাখছি। তাদের সুবিধার জন্য পরিবহন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা গত মাস থেকেই প্রস্তুতি নিচ্ছি।’
তিনি আরও বলেন, এমএএইচবির স্বেচ্ছাসেবক, টাস্কফোর্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সহায়তার জন্য বিমানবন্দরে একত্রিত হয়ে কাজ করছে। এ জন্য বিশেষ অ্যাপের ব্যবস্থাও করেছে মালয়েশিয়া।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।