শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

হেরোইনসহ গ্রেপ্তারের ৪ বছর পর নারীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: এপ্রিল ০১, ২০২২, ০২:২০ রাত
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:০৮ সকাল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক মামলায় এক নারীর মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে এক লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয় তাকে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

দণ্ডিত ওই নারীর নাম পারভীন বেগম ওরফে শায়লা। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ষণ এলাকায়।

খালাস পাওয়া ব্যক্তিরা হলেন বিপুল মিয়া, রমজান আলী, সাজু মিয়া ও সোহাগ হাসান। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায়।

এজাহারে বলা হয়, গোবিন্দগঞ্জের কাটাবাড়ি এলাকায় দিনাজপুর থেকে বগুড়াগামী পায়রা পরিবহনের বাসে ২০১৮ সালের ৮ ডিসেম্বর তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসে থাকা পারভীন বেগমের হাতব্যাগ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দসহ তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় একই দিন পারভীনকে প্রধান করে পুলিশ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্যতে প্রমাণ হয়েছে পারভীন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এ রায়ের মধ্য দিয়ে জেলায় প্রথম কোনো মাদক কারবারি মৃত্যুদণ্ড পেলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়