গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক মামলায় এক নারীর মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে এক লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয় তাকে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
দণ্ডিত ওই নারীর নাম পারভীন বেগম ওরফে শায়লা। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ষণ এলাকায়।
খালাস পাওয়া ব্যক্তিরা হলেন বিপুল মিয়া, রমজান আলী, সাজু মিয়া ও সোহাগ হাসান। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায়।
এজাহারে বলা হয়, গোবিন্দগঞ্জের কাটাবাড়ি এলাকায় দিনাজপুর থেকে বগুড়াগামী পায়রা পরিবহনের বাসে ২০১৮ সালের ৮ ডিসেম্বর তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসে থাকা পারভীন বেগমের হাতব্যাগ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দসহ তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় একই দিন পারভীনকে প্রধান করে পুলিশ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্যতে প্রমাণ হয়েছে পারভীন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এ রায়ের মধ্য দিয়ে জেলায় প্রথম কোনো মাদক কারবারি মৃত্যুদণ্ড পেলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।