রংপুর প্রতিনিধি ॥
লাইসেন্স না থাকার পরেও মিথ্যা তথ্য দিয়ে ব্যবসা পরিচালনা করার অভিযোগে বিএসটিআই রংপুর বিভাগীয় কর্মকর্তারা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো বিএসটিআইএর একং সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা তারাগঞ্জ উপজেলা প্রশাসনের সহায়তায় সেখানকার দুটি বেকারিতে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সিএম লাইসেন্স রয়েছে বলে আদালতকে মিথ্যা তথ্য দিয়ে অপরাধ করায় সীমান্ত বেকারীকে ১০ হাজার ও মীম বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করে। আদালতটি পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার ভুমিকর্মকর্তা ইলোরা ইয়াসমিন। আদালতকে সহায়তা করেন বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তা দেলোয়ার
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।