আবারও শোকের ছায়া বিনোদন জগতে। দক্ষিণী অভিনেত্রী গায়ত্রী ওরফে ডলি ডি ক্রুজের আচমকা প্রয়াণে শোকাহত ইন্ডাস্ট্রি। দোল উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল পার্টির। আর সেই পার্টিই কাল হয়েছে নায়িকার জন্যে। দোলের পার্টি থেকে ফেরার সময়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় গায়ত্রীর । ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে হোলি উদযাপন শেষ করে রাঠোড় নামে এক ব্যক্তির সঙ্গে বাড়ির উদ্দেশে ফিরছিলেন ডলি। গাড়ির স্টিয়ারিং ছিল তার হাতেই। জানা যাচ্ছে, হঠাৎই এক ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। ফুটপাতে উঠে গিয়ে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ডলির মৃত্যু হয়। অন্যদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানেই শেষ নয়, গাড়ির নিচে আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, ওই নারী পথচারী ছিল। কোনোভাবে তাকে জায়গা দিতে গিয়েই ডিভাইডারে ধাক্কা লেগেছে কি না খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, নিজের ইউটিউব চ্যানেল দিয়ে যাত্রা শুরু করে ডলি। নাম জলসা রায়ুডু। ক্রমেই হয়ে উঠেছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সেখান থেকেই ব্রেক অভিনয় জগতেও। বেশ কিছু ওয়েব সিরিজ ও ছোট ছবিতে অভিনয় করেছেন তিনি। টিনএজারদের মধ্যে তিনি ছিলেন বেশ জনপ্রিয়। এই খবরে শোক নেমে এসেছে ডলির অনুরাগী মহলে। এত কম বয়সে এত মর্মান্তিক মৃত্যু, কিছুতেই যেন মেনে নিতে পারছেন না তাঁরা।
অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়ে তার সহকর্মী সুরেখা বাণী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আপনি কীভাবে চলে যেতে পারলেন, মা! সত্যিই একসঙ্গে অনেক মধুর সময় কাটিয়েছি। এখনও বিশ্বাস করতে পারছি না। একসঙ্গে পার্টি করব, দয়া করে ফিরে আসবে কি! একসঙ্গে অনেক কিছু করার বাকি! অনেক কিছু শেয়ার করার বাকি। ফিরে আসো না! এটা যাওয়ার সময় নয়। তোমার অভাব অনুভব করতে চাই না। চিরদিন তোমাকে ভালোবেসে যাব।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।