শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

সান্তাহারে ‘ছুটির ঘন্টা’খ্যাত আজিজুর রহমানের দাফন সম্পন্ন

প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ১১:০৮ রাত
আপডেট: মার্চ ২১, ২০২২, ১১:০৮ রাত

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: খ্যাতিমান চিত্রপরিচালক আজিজুর রহমানের (৮৪) গ্রামের বাড়ি বগুড়ার সান্তাহারে মায়ের কবরে তাকে দাফন করা হয়েছে। 

আজ সোমবার বাদ জোহর উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। তার অছিয়ত অনুযায়ী সাঁতাহার পারিবারিক কবরস্থানে মায়ের কবরে তাকে দাফন করা হয়। 

আজিজুর রহমানের ছোট ভাই মশিউর রহমান মাসুদ জানান, গত রবিবার সকালে ভাইয়ের মরদেহ বহনকারী কার্গো বিমান ঢাকায় পৌঁছায়। এফডিসিতে ভাইয়ের মরদেহ যথাযথ মর্যাদায় শ্রদ্ধা জানানো শেষে ওই দিন বাদ আসর মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নেওয়া হয় ঢাকা গ্রিনরোডের সেন্ট্রাল রোডে তার বাসভবনে। বাদ এশা ধানমণ্ডি ৭ নম্বর রোডের বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। এর পর রাতে তার মরদেহ ফ্রিজিং করা হয়। 

সোমবার সকাল সাড়ে ১০ টায় হেলিকপ্টারযোগে উপজেলার সান্তাহার রেলওয়ে ইন্সটিটিউট মাঠে নেওয়া হয়। সেদিন সকাল থেকেই ওই মাঠে আইনসৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তাকে একনজর দেখতে দলে দলে নারী-পুরুষরা সেখানে ছুটে আসেন। 

ওই দিন বাদ জোহর সান্তাহার পৌর শহরের সাঁতাহার ঈদগাহ মাঠে চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার অছিয়ত অনুযায়ী মায়ের কবরেই তাকে শায়িত করা হয়। 
তার জানাজায় অংশ নেয় সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীর, সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, স্থানিয় কাউন্সিলর হুমায়ুন কবির বাদশা, আলাউদ্দীন, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, অভিনেতা আলম খান ও আজিজুর রহমানের ছেলে টয় রহমান প্রমূূখ।

উল্লেখ্য, ফুসফুসের সমস্যা জনিত কারনে গত সোমবার কানাডায় মৃত্যু হয় ‘ছুটির ঘণ্টা’খ্যাত আজিজুর রহমানের। পরে বুধবার টরেন্টোতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়