শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

ব্র্যাড পিট-স্যান্ড্রা বুলকের নতুন মিশন বাংলাদেশে

প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৩:৩৪ রাত
আপডেট: মার্চ ২৪, ২০২২, ০৩:৩৪ রাত

২৫ মার্চ আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের আলোচিত ছবি ‘দ্য লস্ট সিটি’। সেন্সর ছাড় সাপেক্ষে একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি।

বুধবার এমনটাই নিশ্চিত করেছে স্টার কর্তৃপক্ষ। 

রোমান্স, অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও কমেডির সংমিশ্রণে নির্মিত এ ছবি পরিচালনা করেছেন অ্যাডাম নি ও অ্যারন নি ভাতৃদ্বয়। ২০১৫ সালে তাদের ‘ব্যান্ড অব রবার্স’ ছবির মধ্য দিয়ে খ্যাতি অর্জন করেন তারা। এ ছাড়া তারা পরিচালনা করেছেন ‘হি-ম্যান’ ও ‘দ্য মাস্টার্স অব দ্য ইউনিভার্স’ ছবিগুলো। 

নতুন ছবি ‘দ্য লস্ট সিটি’ নিয়ে বেশ আশাবাদী তারা। বড় বড় তারকার পাশাপাশি এ ছবির গল্পসহ অনেকগুলো আকর্ষণীয় দিক রয়েছে। ছবিতে একসঙ্গে দেখা যাবে হলিউডের দুই সুপারস্টার স্যান্ড্রা বুলক ও ব্র্যাড পিটকে। যদিও ছবির নায়ক চ্যানিং টাটুম তবুও অস্কারজয়ী এই দুই তারকাকে এক ছবিতে দেখা ভক্তদের কাছে বিরাট আকর্ষণীয় ব্যাপার। অবশ্য শুরুতে শোনা গিয়েছিল, এ ছবিতে ফের জুটি হচ্ছেন স্যান্ড্রা বুলক ও রায়ান রেনল্ডস। পরে দৃশ্যপটে আসেন চ্যানিং টাটুম। অভিনয়ের পাশাপাশি নিজের ফর্টিস্ট ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন স্যান্ডা বুলক। 

অন্যদিকে, ‘হ্যারি পটার’খ্যাত অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফও রয়েছেন এ ছবিতে। গোল চশমা, মিষ্টি হাসি, সারল্য ভরা মুখ, জনপ্রিয় জাদুকর সে সব দিন গিয়েছে। নতুন চরিত্র নিয়ে কাজ করা গুরুত্ব পেয়েছে তার কাছে। ‘হ্যারি পটার’-এর ভাবমূর্তি ভাঙতে চান ড্যানিয়েল র্যাডক্লিফ। তার প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল। ‘সুইস আর্মি ম্যান’, ‘দ্য উওম্যান ইন ব্ল্যাক’, ‘কিল ইয়োর ডার্লিংস’ ছবিগুলোতে তিনি নিজের অন্য রূপ সামনে এনেছেন। ‘দ্য লস্ট সিটি’ ছবিতে এবার খলনায়কের চরিত্রে অবতীর্ণ হবেন তিনি।

ছবিতে স্যান্ড্রা বুলকের চরিত্র একজন সফল রোমান্স কাহিনি লেখিকার, যাকে ভয়ংকর এক গুপ্তধন শিকারি অপহরণ করে নিয়ে যায় এবং এক অভিযানে যেতে বাধ্য করে। শিকারির বিশ্বাস, লেখিকার নতুন বইয়ে যে হারানো শহরের কথা বলা হয়েছে বাস্তবে তার অস্তিত্ব আছে এবং লেখিকা সেটা জানেন। তাই লেখিকাকে নিয়ে সেই শহরের সন্ধানে বের হন তারা। ধরে আনা হয় এক মডেলকে, যে চরিত্রে অভিনয় করেছেন চ্যানিং টাটুম। জঙ্গলের মাঝে উপন্যাসের এক কল্পিত শহরের খোঁজে অভিযান শুরু হয়। মুখোমুখি হয় ভয়ংকর সব ঘটনার। তারা বুঝতে পারে বাস্তব জীবন গল্পের চেয়েও অদ্ভুত ও রোমান্টিক। ছবির সাফল্যের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী স্যান্ড্রা। ট্রেলার প্রকাশের পর থেকে দর্শকদের আগ্রহ তাকে উচ্ছ্বসিত করে। হলিউডের কয়েকটি নামকরা পত্রিকার রিভিউয়ে যথেষ্ট ইতিবাচক সাড়া পেয়েছে ছবিটি।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়