নুসরতের হাতে হাত রেখে দরগায় যশ দাশগুপ্ত। কখনও পায়রাদের দানা দিয়েছেন, আবার কখনও পথ শিশুদের আইক্রিম খাওয়াতে দেখা গিয়েছে তাঁদের। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি মন ভালো করা মিষ্টি ভিডিও শেয়ার করেছেন যশ। মাস্কে মুখ ঢেকে ভিডিওতে দেখা মিলেছে টলি তারকা দম্পতির।
গোলাপি সালোয়ার পরে মাথায় ওড়না দিয়ে ঢাকা নুসরতের। তার সঙ্গে যশ দাশগুপ্ত পরেছেন সাদা টি-শার্টের সঙ্গে ডেনিম ব্লু জিনস। দু’জন একসঙ্গে গেছেন দরগায়। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘ঈশ্বর প্রেমের ভাষা বোঝেন... দয়ালু হোন, ভালোবাসা ছড়িয়ে দিন, ঈশ্বরকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন...।’ দরগায় পুজো সারার পর পায়রাদের দানা খাওয়াতে দেখা গেল তাঁদের। এরপর পথশিশুদের হাতে আইসক্রিম তুলে দিয়েছেন নুসরাত।
কিছুদিন আগে শবে বরাত উপলক্ষ্যেও দরগায় গিয়েছিলেন নুসরাত জাহান। সেদিন তিনি অসহায় মানুষকে সহযোগিতা করেছেন, দরগায় প্রবেশ করে প্রার্থনাও করেছেন।
ব্যক্তিগত জীবনে বিতর্কের ঝড় বয়ে গেছে নুসরাত ও যশের ওপর দিয়ে। তাদের একসঙ্গে বসবাস, সন্তান গ্রহণ নিয়ে হয়েছে অন্তহীন সমালোচনা। তবে ধীরে ধীরে নেতিবাচকতা হ্রাস পেয়ে যশরাতের সম্পর্কের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন নেটিজেনরা।
নুসরাত ও যশ বিয়ে করেছেন কিনা, তা এখনো স্পষ্ট নয়। তবে গত বছরের আগস্টেই তাদের ঘরে এসেছে পুত্রসন্তান। তার নাম রেখেছেন ঈশান। মা হওয়ার ধকল কাটিয়ে অনেক আগেই নুসরাত কাজে নিয়মিত হয়েছেন। আবার যশও ব্যস্ত আছেন তার কাজ নিয়ে।
চলতি মাসেই একসঙ্গে ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ সিনেমার কাজ শেষ করেছেন যশ-নুসরাত। এছাড়াও ‘জয় কালী কলকাত্তেওয়ালী’ সিনেমায় অভিনয় করছেন নুসরত। অন্যদিকে যশ সম্প্রতি সম্পন্ন করেছেন ‘রকস্টার’ নামের নতুন প্রজেক্ট। যেখানে তার নায়িকা বাংলাদেশের নুসরাত ফারিয়া।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।