শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

হযরত ওমরের চরিত্রে ইলিয়াস কাঞ্চন

প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০৩:২৬ রাত
আপডেট: মার্চ ২৬, ২০২২, ০৩:২৬ রাত

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন সাংগঠনিক কাজে ব্যস্ততার কারণে অভিনয় থেকে ভালোই দূরে থাকেন। তবে প্রায়শই নানান চমক নিয়ে হাজির হন টিভি পর্দায়। 

ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। সত্য ও ন্যায় বিচারের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাকে। মর্যাদাপূর্ণ এই ব্যক্তিত্বের রূপেই দেখা যাবে বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চনকে। তবে সিনেমার পর্দায় নয়, একটি ম্যাগাজিন অনুষ্ঠানে।

অনুষ্ঠানের নাম ‘অন্যরকম’। এর নতুন পর্বেই হযরত ওমরের চরিত্রে অভিনয় করেছেন ‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত এই নায়ক। ইতোমধ্যে চরিত্রের সাজসজ্জায় ধারণকৃত একটি ছবিও শেয়ার করেছেন তিনি। সেখানে তাকে পাঞ্জাবি ও পাগড়ি পরিহিত অবস্থায় দেখা গেছে।

এইচ এম বরকতুল্লাহ’র পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বৈশাখী টিভির বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘অন্যরকম’। প্রতি মাসের শেষ শুক্রবার এটি প্রচার হয়ে থাকে। ইলিয়াস কাঞ্চনের অংশগ্রহণকৃত পর্বটি প্রচার হবে আজ।

বরাবরের মতো এই পর্বেও থাকছে বিভিন্ন শিল্পী, নাট্যকার ও কলাকুশলীদের অংশগ্রহণে সমাজ সচেতনতামূলক নাট্যাংশ, অন্যরকম চাঁদাবাজ, অন্যরকম মামা-ভাগ্নে, শালা-দুলাভাই ইত্যাদি সেগমেন্ট। শয়তানের ভূমিকায় যথারীতি থাকছেন আবদুল আজীজ। এছাড়াও অভিনয় করেছেন শফিক খান দিলু, জিল্লুর, হান্নান শেলী, আশরাফ কবির, লিটন খন্দকার, দিপু, আকাশসহ অনেকেই।

অপসংস্কৃতি ও অশ্লীলতার বিরুদ্ধে দর্শককে সচেতন করাই ‘অন্যরকম’ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য। এখানে সমাজ ও জাতিগত সংস্কৃতির সঙ্গে মানবিক মূল্যবোধের বিষয়গুলো বিনোদনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করছেন এইচ এম বরকতুল্লাহ।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়