ধর্ম পালনের জন্য এর আগেও বেশ কিছু তারকা অভিনয় ছেড়েছেন। বছর খানেক আগেই অভিনয় ছেড়েছেন ‘দঙ্গল’ খ্যাত তরুণ অভিনেত্রী জাইরা ওয়াসিম। এছাড়াও অভিনয় ছেড়ে ধর্মের পথ নিয়েছেন ‘ওয়াজা তুম হো’ খ্যাত অভিনেত্রী সানা খানও। তিনি এখন স্বামীর সাথে সংসার আর ধর্মীয় কাজে ব্যস্ত।
এবার বিনোদন জগত ছাড়ার ঘোষণা দিলেন আরেক ভারতীয় অভিনেত্রী অনাঘা ভোঁসলে। হিন্দি সিরিয়ালের জনপ্রিয় এ অভিনেত্রী কয়েকদিন আগেই অভিনয় ছারার কথা জানালেও এবার নিজেই ইনস্টাগ্রামে একটি বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন।
তিনি জানান, এখন থেকে তিনি ঈশ্বরের সেবা করতে চান। ধর্ম পালনের জন্যই তিনি অভিনয় ছেড়েছেন। কয়েকদিন আগেই তিনি অভিনয় ছাড়ার বিষয়টি জানিয়েছেন। এবার অফিসিয়ালি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করলেন।
অভিনেত্রী লিখেছেন, ‘এতদিন আপনারা যে ভালবাসা, আশীর্বাদ আমাকে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে এবার অভিনয়কে চিরকালের জন্য বিদায় জানাচ্ছি। আর আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে শ্রদ্ধা করবেন ও সমর্থন জানাবেন। আমার ধর্মীয় বিশ্বাসের জন্যই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।’
অন্যদের প্রতি আহ্বান জানিয়ে অনাঘা লিখেছেন, ‘আপনারাও আপনাদের কাজ করে যান, তবে খেয়াল রাখবেন তাতে যেন আপনার আধ্যাত্মিক পথ ও কৃষ্ণসেবা বিঘ্নিত না হয়। আর কোনও মানুষ বা কাজের জন্য যদি আপনাদের আধ্যাত্মিকতার সঙ্গে দূরত্ব তৈরি হয়, সেখান থেকে বেরিয়ে আসুন।’
উল্লেখ্য, বাংলা ধারাবাহিক ‘শ্রীময়ী’র হিন্দি রিমেক ‘অনুপমা’তে নন্দিনীর চরিত্রে অভিনয় করতেন আনাঘা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।