শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

করোনায় আক্রান্ত লারা দত্তের বাড়ি সিলগালা

প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৩:৫৮ রাত
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:১৮ সকাল

করোনা আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। স্বাস্থ্যবিধি রক্ষায় ইতোমধ্যেই তার বাড়ি সিল করেছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। 

টুইটার বা ইনস্টাগ্রামে অ্যাকটিভ থাকলেও এখনো এ বিষয়ে কিছুই জানাননি লারা দত্ত।  

এনডিটিভির খবরে বলা হয়, এক পাপারাজ্জি লারার বাড়ির সামনের ছবি তুলে তা ইনস্টাগ্রামে পোস্ট করেন। এরপর পুরো বিষয়টি সামনে আসে। লারা দত্তের বাড়ির সামনের এলাকাটিকে ‘মাইক্রো কন্টেনমেন্ট জোন’ বলে ঘোষণা করেছে বিএমসি।

লারার ঘনিষ্ঠ সূত্রের খবর, পরিবারের কোনো সদস্যের কাছ থেকেই করোনা আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী।

কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে লারা দত্তের ওয়েব সিরিজ ‘কৌন বনেগি শিখরবত ‘। এই ওয়েব সিরিজে তার সঙ্গে সোহা আলি খানকে দেখা গেছে।

২০০৩ সালে 'আন্দাজ' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন লারা দত্ত। এরপর একাধিক ছবিতে অভিনয় করেন। তেতাল্লিশ বছর বয়সী এই অভিনেত্রীকে 'নো এন্ট্রি', 'ভাগম ভাগ', 'হাউজফুল'-এর মতো একাধিক কমেডি ছবিতেও দেখা গেছে। অভিনয় করেছেন অক্ষয় কুমার, গোবিন্দা, সালমান খানদের মতো তারকাদের সঙ্গেও। 

লারা দত্তকে শেষবার বড় পর্দায় দেখা গেছে 'বেলবটম' ছবিতে। এই ছবিতে তার সঙ্গে দেখা যায় অক্ষয় কুমার এবং হুমা কুরেশিকে। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মেও বেশ কিছু সিরিজে দেখা গেছে অভিনেত্রীকে। 'হিকআপস অ্যান্ড হুকআপস', 'কৌন বনেগি শিখরবতী' এবং আরও বেশ কিছু ডিজিটাল শোতে দেখা গেছে বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়