চলছে ৯৪তম অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডস ঘোষণা। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ। কিন্তু অদ্ভুত ঘটনা ঘটিয়ে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছেন তিনি। অস্কারের মঞ্চে সঞ্চালকের গালে সপাটে চড় মেরে আলোচনায় উঠে এসেছেন তিনি।
কিন্তু কেন এমন কাণ্ড ঘটালেন অভিনেতা উইল স্মিথ। মূলত স্ত্রীকে নিয়ে সঞ্চালকের রসিকতা পছন্দ হয়নি স্মিথের। এ কারণে নিজের আসন থেকে উঠে এসে সঞ্চালক কমেডিয়ান ক্রিস রককে চড় মারেন তিনি।
'অ্যালোপেশিয়া' নামের এক রোগে আক্রান্ত জাডা। এই রোগের কারণে মাথার চুল পড়ে যায়। তাই স্ত্রীর অসুস্থতা নিয়ে অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রসিকতা শুরু করলেই মেজাজ হারিয়ে এ ঘটনা ঘটান স্মিথ।
৯৪তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে সস্তা রসিকতা করে থাপ্পড় খেয়েছেন আমেরিকান কমেডিয়ান ও এবারের অস্কারের সঞ্চালক ক্রিস।
স্ত্রীকে নিয়ে সস্তা রসিকতা করায় অস্কারের মঞ্চে উঠে ক্রিস রককে সজোরে চড় মেরেছেন উইল স্মিথ। এই ঘটনার কিছুক্ষণ পরই 'কিং রিচার্ড' ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান স্মিথ।
অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন রসিকতা করতে করতে এক পর্যাইয়ে উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা শুরু করেন ক্রিস।
"আমি জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় আছি।" ওই মন্তব্য শুনে অসন্তুষ্ট হন একেবারে সামনের সারিতে বসে থাকা জাডা। তার মুখভঙ্গি দেখেই তা স্পষ্ট বোঝা যাচ্ছিল।
এর পরই উঠে দাঁড়ান স্মিথ। মঞ্চে উঠে কোনো কথা না বলেই ডানহাতে সজোরে ক্রিসের গালে একটি চড় দেন! আচমকা চড় খেয়ে কিছুক্ষণের জন্য হচকচিয়ে গিয়েছিলেন ক্রিস, কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নেন।
মঞ্চ থেকে নেমে নিজের আসনে গিয়ে চিৎকার করে স্মিথ বলছিলেন, "তোমার নোংরা কথা থেকে আমার স্ত্রীকে দূরে রাখো!''ক্রিসকে এক পর্যায়ে গালিও দিয়ে বসেন স্মিথ।
২০১৬ সালেও সঞ্চালনার সময়ে পিঙ্কেটকে নিয়ে রসিকতা করেছিলেন ক্রিস। এবারও রসিকতাই করছিলেন তিনি। এরপরেই এমন কাণ্ড ঘটান স্মিথ।
১৯৯৭ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র 'জি আই জেন'-এ মূল নারী চরিত্রের অভিনেত্রীর মাথায় চুল কম থাকা নিয়ে অনেক আলোচনার ঝড় ওঠে। স্মিথের স্ত্রী জাডারও চুল কম। এ কারণেই সম্ভবত রসিকতা করে জাডাকে 'জি আই জেন ২'-এর নায়িকার ভূমিকায় দেখার ইচ্ছার কথা বলে রসিকতা করেন ক্রিস।
'অ্যালোপেশিয়া' নামের এক রোগে আক্রান্ত জাডা। এই রোগের কারণে মাথার চুল পড়ে যায়। তাই স্ত্রীর অসুস্থতা নিয়ে অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রসিকতা শুরু করলেই মেজাজ হারিয়ে এ ঘটনা ঘটান স্মিথ।
এই ঘটনার পরই শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান স্মিথ। নিজের ভাষণে বারবার নিজের পরিবারের কথাই বলছিলেন তিনি।
আমেরিকার টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবার ভূমিকায় কিং রিচার্ডে অভিনয়ের জন্য এ পুরস্কার পান স্মিথ।
ভাষণে তিনি বলেন, ''যে ভাবে ভিনাস-সেরিনার বাবা তাদের ও তাদের পরিবারকে আগলে রেখেছিলেন, তা প্রত্যেক মানুষের কর্তব্য। আমিও এটাই শিখেছি।''
এই ঘটনার জন্য পরে ক্রিসের কাছে ক্ষমা চান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।