শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

অস্কারে ইতিহাস: পুরস্কার জিতলেন বধির অভিনেতা

প্রকাশিত: মার্চ ২৯, ২০২২, ০৩:১৮ রাত
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:১৫ সকাল

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। দীর্ঘ ৯৪ বছর ধরে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পুরো সিনে দুনিয়ার মানুষ এই পুরস্কারের জন্য মুখিয়ে থাকেন। সোমবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় ভোরে ৯৪তম আসরের বিজয়ীদের হাতে কাঙ্ক্ষিত স্বর্ণমূর্তি তুলে দেওয়া হয়।

এই আসরেই তৈরি হয়েছে নতুন এক ইতিহাস। একজন বধির অভিনেতা জিতে নিয়েছেন সেরা সহ-অভিনেতার পুরস্কার। তার নাম ট্রয় কোটসার। ‘কোডা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে তিনি পুরস্কারটি পেয়েছেন।

অস্কারের ৯৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো বধির অভিনেতা পুরস্কার পেলেন। এর আগে অবশ্য বধির অভিনেত্রী মার্লি ম্যাটলিন পুরস্কার পেয়েছিলেন। ১৯৮৭ সালে ‘চিলড্রেন অব আ লেজার গড’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি পুরস্কৃত হয়েছিলেন।

‘কোডা’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক বধির পরিবারকে ঘিরে। সেই পরিবারের কর্তার ভূমিকায় অভিনয় করেছেন ট্রয়। তার ছেলে ও স্ত্রী বধির। তবে একমাত্র মেয়ে থাকে স্বাভাবিক। মেয়েটার গানের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ এবং পরিবার সামলাতে অনন্য এক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয় মেয়েটিকে।

কথা বলতে না জানলেও অভিনয়ে বাজিমাৎ করেছেন ট্রয়। তাই অস্কার কমিটি তাকে যথাযথ সম্মান দিতে ভুল করেনি। এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কারও পেয়েছে এই ‘কোডা’।

উল্লেখ্য, ট্রয় কোটসারের জন্ম ১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায়। তার বয়স যখন নয় মাস, তখনই তার বাবা-মা বুঝতে পারেন, তিনি কথা বলতে পারেন না। এরপর আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ শেখাতে শুরু করেন তারা। সেই ভাষা আয়ত্বের পর ট্রয় ধীরে ধীরে বিনোদন জগতে জড়িয়ে পড়েন। দীর্ঘ তিন দশক ধরে থিয়েটার, টেলিভিশন ও সিনেমায় কাজ করছেন তিনি।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়