শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

নীলকুঠির নারী হয়ে দেখা দিলেন মিথিলা

প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ০২:৫৪ রাত
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:১০ সকাল

আগেই জানা গিয়েছিল, রাফিয়াথ রশিদ মিথিলাকে এই চরিত্রে দেখা যাবে। কিন্তু চরিত্রের সাজে কেমন দেখাবে তাকে, তা চাক্ষুষ করার অপেক্ষা ছিল ভক্তদের মনে। সেই অপেক্ষা এবার কিছুটা ঘুচল। কারণ প্রকাশ্যে এসেছে তার অফিসিয়াল ফার্স্টলুক পোস্টার।

প্রজেক্টের নাম ‘মন্টু পাইলট’। কলকাতার এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনেই যুক্ত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী মিথিলা। সোমবার (২৯ মার্চ) ওটিটি প্ল্যাটফর্ম হইচই প্রকাশ করেছে অভিনেত্রীর কয়েকটি পোস্টার। সেখানেই দেখা গেল বহ্নিরূপী মিথিলাকে। ছবির ক্যাপশনে লেখা, ‘নতুন মুখ। নতুন পরিচয়। নীলকুঠির দরজায়।’

এই ফাঁকে বলা প্রয়োজন, নীলকুঠি হলো একটি যৌনপল্লী। যা এই সিরিজের গল্পের কেন্দ্রস্থল। ঘটনাক্রমে মিথিলা সেই যৌনপল্লীতে চলে যান। তারপর কী ঘটে, জানা যাবে সিরিজটি দেখার মাধ্যমে।

‘মন্টু পাইলট’-এর এই চরিত্রে প্রথম সিজনে অভিনয় করেছিলেন শোলাঙ্কি। তার স্থলাভিষিক্ত হলেন মিথিলা। যদিও মিথিলা এটাকে স্থলাভিষিক্ত বলতে নারাজ। তার দাবি, ‘শোলাঙ্কির জায়গায় মিথিলা- বিষয়টি মোটেই এরকম নয়। আমার জন্য সম্পূর্ণ নতুন চরিত্র তৈরি করেছেন দেবালয়। নতুন সিজনের গল্পও অন্যরকম। এসব আগাম বলে মজা নষ্ট করতে চাই না।’

সিরিজটি নির্মাণ করেছেন দেবালয় ভট্টাচার্য। এতে মন্টু পাইলটের ভূমিকায় আছেন সৌরভ দাস। তার সঙ্গে মিথিলার ঘনিষ্ঠ দৃশ্যও থাকছে সিরিজটিতে। শিগগিরই এটি মুক্তি পাবে হইচই-তে।

মিথিলার সঙ্গে অভিনয় করা নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন সৌরভ দাস। শুটিং শুরু হওয়ার আগে তিনি বলেছিলেন, ‘আমি অভিনেত্রী মিথিলার বড় ভক্ত। বাংলাদেশে অনেক কাজ করেছেন। ভালো অভিনেত্রী বিপরীতে থাকলে নিজের কাজটাও আপনাআপনি ভালো হয়ে যায়। ভালো অভিনয়ের ইচ্ছাও জাগে। আর সৃজিত মুখার্জির স্ত্রী আমার বিপরীতে অভিনয় করবেন, তার জৌলুসই আলাদা! তবে এখনো আমরা একে অন্যের মুখোমুখি হইনি! তাই একটু টেনশন হচ্ছে!’

পরবর্তীতে অবশ্য মিথিলার সঙ্গে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে সৌরভের। ফেব্রুয়ারি মাসে তারা হাসি-আনন্দে শুটিং করেছেন। আবার ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসে আবেগাপ্লুত হয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন শহীদদের প্রতি।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়