শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

রোনালদোর হ্যাট্রিকের হাফ-সেঞ্চুরির দিনে উজ্জ্বল ম্যানইউ

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২২, ০৯:২৩ রাত
আপডেট: এপ্রিল ১৭, ২০২২, ০৯:২৩ রাত

একের পর এক ম্যাচে খেলোয়াড়দের বাজে পারফরম্যান্স। দলের এমন পরিস্থিতিতে কথা উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েও। বিক্ষোভে ক্ষেপে উঠেছিল সমর্থকরা। সেসব ব্যর্থতা গোছানোর জন্যই যেন নরিচ সিটির বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি।

এক ড্র আর এক হারের পর শনিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে নরিচ সিটিকে হারিয়েছে ৩-২ গোলে। দলের জয়ে দুর্দান্ত হ্যাট্রিক করেন রোনালদো; যা তার ক্লাব ক্যারিয়ারের পঞ্চাশতম হ্যাট্রিক।

নিজেদের মাঠে এদিন ৩২ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৭ মিনিটের মাথায় অ্যান্থনি ইলাঙ্গা ডি-বক্সে বল বাড়িয়ে দিলে ডান পায়ের নিখুঁত শটে জালে জড়ান রোনালদো।

ম্যাচের ৩২ মিনিটে কর্নার পেলে অ্যালেক্স টেলেসের উড়িয়ে মারা বল হেড দিয়ে জালে জড়ান রোনালদো। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে অতিরিক্ত সময়ে ব্যবধান কমিয়ে আনে নরিচ সিটি।

অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে টিমু পুকির পা থেকে আসা বল গোলে পরিণত করেন কিয়েরান ডোয়েল। বিরতির পর ৫২ মিনিটের মাথায় সমতায় ফেরান টিমু পুকি। এরপর ৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে যাওয়ার লড়াই চলে সমান সমান।

শেষ পর্যন্ত ৭৬ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে দুর্দান্ত গোলে নিজের হ্যাট্রিক ও দলের জয় নিশ্চিত করা গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই জয় দিয়ে প্রিমিয়ার লিগে সবশেষ ১৩ ম্যাচে ম্যানইউ পেল চতুর্থ জয়। তাতে ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থান দখল করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়