শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

রুবেলের মৃত্যুতে শোকাহত মাশরাফি-সাকিবরা যা লিখলেন

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২, ০৩:২৯ দুপুর
আপডেট: এপ্রিল ২০, ২০২২, ০৩:২৯ দুপুর

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল আর নেই।

প্রায় তিন বছরের বেশি সময় ধরে ব্রেইন টিউমারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার মোশাররফ রুবেল।

এ খবরে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও মোশাররফ রুবেলের সতীর্থ সাকিব, মুশফিক, রিয়াদ, তামিমরা শোকসন্তপ্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন সবাই।

সন্ধ্যায় রুবেলের মৃত্যুসংবাদ জানার পর ফেসবুকে পোস্ট দিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। 

রুবেলের আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি।

খুব বেশি কিছু লেখার ভাষা খুঁজে পাননি শোকাহত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। রুবেলের একটি সাদাকালো ছবি পোস্ট করেছেন তিনি। 

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও রুবেলের পরকালীন সুখের জন্য তার আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকাতুর মুশফিকুর রহিম লিখেছেন, খবরটা শুনে সত্যিই মন খারাপ হলো, মোশাররফ রুবেল ভাই। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও তার পরিবারের সদস্যদের জন্য। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি একটি দুঃখের দিন। আসুন আমরা সবাই তাকে আমাদের প্রার্থনায় রাখি ইনশাআল্লাহ।

সৌম্য সরকার লিখেছেন, শান্তিতে থাকুন মোশাররফ হোসেন রুবেল ভাই। তোমাকে মিস করব।

রুবেল ছিলেন মাশরাফি বিন মুর্তজার বন্ধু।  তাই শোকাহত বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক লিখলেন, ভালো থাকিস বন্ধু।

রুবেলকে দেশের অন্যতম সেরা স্পিনার বলেছেন সাকিব আল হাসান। 

ফেসবুকে লিখেছেন, ‘দীর্ঘদিনের সতীর্থ ও দেশের অন্যতম সেরা স্পিনার মোশাররফ হোসেন রুবেলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি থাকলো আমাদের সমবেদনা।’

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়