শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

আইপিএলে প্রস্তাব পেলেন তাসকিন, বিসিবির ছাড়পত্রের অপেক্ষা

প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৯:১৫ রাত
আপডেট: মার্চ ২১, ২০২২, ০৯:১৫ রাত

নিলাম থেকে এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। নতুন খবর হলো, মুস্তাফিজের পর বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদও পেলেন আইপিএল খেলার প্রস্তাব।


পুরো মৌসুমের জন্যই বাংলাদেশি তারকা তাসকিনকে চাইছে আইপিএলের নতুন দল লখনৌ সুপার জায়ান্ট। যদিও এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

এর আগে কখনোই কোনো ফ্র্যাঞ্জাইজি লিগে খেলেননি তাসকিন। এবার আইপিএলের নিলামেও নাম দিয়েছিলেন। কিন্তু, নিলাম টেবিলে তাঁকে নিয়ে কোনো আগ্রহ দেখা যায়নি। হঠাৎ করে মার্ক উডের চোটের আইপিএলের প্রস্তাব পেয়ে গেলেন বাংলাদেশি তারকা।

নিলাম থেকে ইংলিশ তারকা মার্ক উডকে দলে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই চোটে ছিটকে গেলেন তিনি। উডের বিকল্প হিসেবেই তাসকিনকে চাইছে লখনৌ।

জানা যায়, এর জন্য নাকি লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর তাসকিনকে ফোনও দিয়েছেন। তবে, এখনও কোনো সিদ্ধান্ত নেননি তাসকিন। কারণ, সামনে জাতীয় দলের টানা খেলা রয়েছে। তা ছাড়া বাংলাদেশ দলের বোলিং বিভাগে অন্যতম মুখ তাসকিন। তবে, শেষ পর্যন্ত তিনি যদি বিসিবি থেকে আইপিএল খেলার ছাড়পত্র পান, তাহলে ওয়ানডে সিরিজ শেষেই মুস্তাফিজের সঙ্গে ভারতে উড়াল দিতে হবে বাংলাদেশি এই তারকা পেসারকে। সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে দেখা যাবে না ডানহাতি এ পেসারকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়