শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

সিদ্ধান্ত পরিবর্তন করলেন সাকিব, খেলবেন তৃতীয় ওয়ানডে

প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০১:১৬ রাত
আপডেট: মার্চ ২২, ২০২২, ০১:১৬ রাত

পরিবারের সদস্যদের অসুস্থতার পরও দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থেকে যাচ্ছেন সাকিব আল হাসান। আজ সোমবার রাতে ফেরার কথা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি। আপাতত ফেরা হচ্ছে না তাঁর। সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকা থেকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এক ভিডিও বার্তায় খবরটি জানিয়েছেন।


কঠিন পরিস্থিতি পার করছে সাকিব আল হাসানের পরিবার। একই সঙ্গে পরিবারের পাঁচ সদস্য অসুস্থ। তাঁর মা শিরিন আক্তার, শাশুড়ি, দুই মেয়ে ও ছেলে হাসপাতালে ভর্তি। পরিবারের এ অবস্থায় পাশে থাকতে আজ দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার কথা ছিল তাঁর। তবে সিদ্ধান্ত বদলে দলের সঙ্গে থেকে গেলেন সাকিব। 

অনেক আগে থেকে হার্টের সমস‍্যায় ভুগছিলেন সাকিবের মা। তবে, হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অসুস্থ হয়েছে সাকিবের তিন সন্তান—আলাইনা হাসান অব্রি, ইরাম হাসান এবং একমাত্র ছেলে আইজাহ। বড় মেয়ে আলাইনার জ্বর হয়েছে আর ছোট দুই সন্তান ভুগছে নিউমোনিয়ায়। তিন জনকেই নেওয়া হয়েছে হাসপাতালে।

এ ছাড়া সাকিবের শাশুড়ি অনেক দিন ধরে ক‍্যানসারে ভুগছেন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

এ কঠিন মুহূর্তে সাকিবের পাশে আছে বিসিবি। আজ বিকেলে জালাল ইউনুস বলেন, ‘সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। আপনারা জানেন, তার সন্তানেরা ও তার মা অসুস্থ। তারা এখন হাসপাতালে আছে। বাচ্চাদের নিউমোনিয়া হয়েছে। এর মধ্যে সিরিজ চলছে। স্বাভাবিকভাবে মানসিকভাবে স্ট্রেস যাচ্ছে তার। সবার কাছেই পরিবার আগে। এই অবস্থায় বোর্ড তার পাশে আছে। আর এখানে একজন অসুস্থ নয়। তার মা, শাশুড়ি, বাচ্চারা অসুস্থ।’

দক্ষিণ আফ্রিকায় চলমান সফরে এরই মধ্যে দুটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে হবে ২৩ মার্চ।

ওয়ানডে সিরিজ শেষে কয়েক দিন বিরতি দিয়ে ৩১ মার্চ থেকে শুরু হবে টেস্ট সিরিজ। প্রথম  টেস্ট হবে ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল আর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ৮ থেকে ১২ এপ্রিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়