শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

বাংলাদেশের দাপুটে বোলিংয়ে চাপে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৫:৫৪ সকাল
আপডেট: মার্চ ২৪, ২০২২, ০৫:৫৪ সকাল

সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ জিতলেই  ইতিহাস হবে। এমন সমীকরণের ম্যাচে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে আগে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার কুইন্টন ডি কক ও মালানের ব্যাটে সাবধানী শুরু করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশি বোলারদের দেখে-শুনে মোকাবিলা করে প্রথম ছয় ওভার কাটিয়ে দেন ডি কক ও মালান। সপ্তম ওভারে গিয়ে এই জুটি ভাঙতে পেরেছে বাংলাদেশ। কুইন্টন ডি কককে ফিরিয়ে বাংলাদেশকে বড় সাফল্য এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। 


সিরিজের দ্বিতীয় ম্যাচে ডি ককের ব্যাটেই জয় পায় দক্ষিণ আফ্রিকা। আজ তাঁকে ১২ রানে আউট করে স্বস্তি এনে দিলেন মিরাজ। এরপর বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দিয়েছেন তাসকিন আহমেদ। কাইলকে বোল্ড করেছেন তিনি। এরপর উইকেটে থিতু হয়ে যাওয়া মালানকেও ফিরিয়েছেন তাসকিন। ৩৯ রানে ফিরেছেন প্রোটিয়া ওপেনার। এরপর সাকিব আল হাসান ফিরিয়েছেন প্রোটিয়া অধিনায়ককে। শরিফুল তুলে নিয়েছে তাদের পঞ্চম উইকেট। ৫ উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের চাপে রেখেছে বাংলাদেশ। 

এর আগে ইনিংসের প্রথম ওভারে একটি রিভিউ হারিয়েছে বাংলাদেশ। প্রথম ওভারে শরিফুল ইসলামের বলে ইয়ানেমান মালানের বিপক্ষে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব্যর্থ হয় লাল-সবুজে দল। ।

এই মাঠেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। আজ বুধবার সেই একই মঞ্চে বাংলাদেশ স্বপ্ন দেখছে সিরিজ জয়ের।

গত ২০ বছর ধরে দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের খোঁজে ছিল বাংলাদেশ। সেই আক্ষেপ পূরণ হয় এবারের সফরে। সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের মাটিতে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এবার তাদের মাটিতে আরেকটি ইতিহাস ডাকছে সাকিব-তামিমদের। এবার শেষ ওয়ানডে জিততে পারলেই প্রথমবার তাঁদের মাটিতে সিরিজ জয়ের কীর্তি গড়বে লাল-সবুজের দল।

অবশ্য এই ইতিহাসটা গত ম্যাচেই হতে পারত বাংলাদেশ। কিন্তু জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে লড়াই জমাতে পারেনি তামিম ইকবালের দল। সাত উইকেটে জিতে বাংলাদেশের অপেক্ষা বাড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। দুদল সিরিজের প্রথম দুটি ম্যাচে সমান একটি করে জয় পাওয়াতে আজকের ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। আজ যারা জিতবে, তারাই ঘরে তুলবে ওয়ানডে সিরিজের ট্রফি। তাই লড়াইটা যে বেশ কঠিন হতে যাচ্ছে সেটার আঁচ আগে থেকেই পাওয়া যাচ্ছে।

আইসিসির সুপার লিগের অংশ হিসেবে আয়োজিত হয়েছে সিরিজটি। একটি করে জয় নিয়ে দুদলই পেয়েছে সমান ১০ পয়েন্ট। এই মুহূর্তে সুপার লিগের পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে বাংলাদেশ। আজ প্রোটিয়াদের হারালে ১০ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান আরো পোক্ত করতে পারবে বাংলাদেশ।

এই ম্যাচটি আরেকটি কারণেও বিশেষ। কারণ এই ম্যাচটিতে বাংলাদেশ দলের সেরা তারকা সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। মা-সন্তানরাসহ সাকিবের পরিবারের পাঁচ সদস্য হাসপাতালে ভর্তি। পরিবারের এই কঠিন অবস্থায় তাঁর দেশে ফিরে আসার কথাই স্বাভাবিক। কিন্তু সাকিব সেটা না করে দলের হয়ে লড়তে সাকিব থেকে গেছেন সূদর দক্ষিণ আফ্রিকায়। পরিবারের এই কঠিন সময়ে সাকিবের এই ত্যাগের বিনিময়ে হলেও জয় চাই বাংলাদেশের। যেমন বার্তা কাল দিয়ে গেলেন দলের অন্যতম সদস্য মেহেদী হাসান মিরাজ। এবার মাঠের পারফরম্যান্সে  লক্ষ্য কতটা পূরণ হয় সেটাই দেখার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়