শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

বাংলাদেশের রেকর্ড গড়ার দিনে অস্ট্রেলিয়ার কষ্টের জয়

প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ১২:২৯ রাত
আপডেট: মার্চ ২৬, ২০২২, ১২:৩২ রাত

নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। প্রথম ৬ ম্যাচ জিতে আগেই সেমিফাইনালের টিকেট নিশ্চিত করলেও শেষ ম্যাচে শক্তিশালী দল নিয়েই মাঠে নামে তারা। আজ শুক্রবার নিয়ম রক্ষার ম্যাচটিতে অস্ট্রেলিয়াকে জিততে বেশ ঘাম ঝরাতে হয়। অসি নারী দল জেতে পাঁচ উইকেটে।


বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচে কমে দাঁড়ায় ৪৩ ওভারে। টস জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। বাংলাদেশ নির্ধারিত ৪৩ ওভারে ছয় উইকেটে ১৩৫ রান করে। মুর্শিদা খাতুন ১২, শর্মিন আখতার ২৪, ফরজানা হক ৮, নিগার সুলতানা ৭, রুমনা আহমেদ ১৫, লতা মণ্ডল ৩৩, সালমা খাতুন অপরাজিত ১৫ ও নাহিদা আক্তার অপরাজিত ৩ রান করেন। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১০০০ রান করেন ফরজানা হক।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন অ্যাশলে গার্ডনার ও জেস জোনাসেন।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪১ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তারা ৭০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ৩২.১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে অস্ট্রেলিয়া। বেথ মুনি ৬৬ এবং সাদারল্যান্ড ২৬ রানে অপরাজিত থাকেন। অ্যালিসা হিলি ১৫ ও রাচেল হেইন্স ৭ রান করেন।

আসরে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠে অসিরা। বাংলাদেশের পক্ষে সালমা খাতুন তিন উইকেট নেন। একটি করে উইকেট নেন নাহিদা ও রুমনা। বাংলাদেশের প্রথম নারী বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৫০ উইকেট নেন রুমনা। ম্যাচসেরা হয়েছেন বেথ মুনি। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়