স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্ট-২০২২’। বাংলাদেশ ক্যারম ফেডারেশনের হল রুমে ২৫ মার্চ শুরু হয়ে এ টুর্নামেন্ট চলবে ২৮ মার্চ পর্যন্ত।
শুক্রবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের হকির প্রেস কনফারেন্স রুমে সিনিয়র ক্রীড়া সাংবাদিক মাহমুদুল হাসান শামিম টুর্নামেন্টের উদ্বোধন করেন।
বাংলাদেশ ক্যারম ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাবের সঞ্চালনায় ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান শহিদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। তাদের জন্যই পেয়েছি আমরা এ স্বাধীন বাংলাদেশ। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে থেকে খেলোয়াড়রা এসেছেন। সভাপতির পক্ষ থেকে যে পরিকল্পনা রয়েছে আমরা সেই মোতাবেক আরো টুর্নামেন্ট করবো।
তিনি আরো বলেন, বর্তমান সরকার, শেখ হাসিনার সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। সামনে আমাদের যে টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলোতে যেন আমরা ভাল করতে পারি সে আশা ব্যক্ত করছি। কুয়ালালামপুরে আগামী সেপ্টেম্বরে বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেখানে আমরা আমাদের পূর্বের সাফল্যকে অতিক্রম করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করছি। সে অনুযায়ী আমাদের বাছাই শুরু হবে এবং কঠোর অনুশীলন শুরু হবে।
জাতীয় দলের খেলোয়াড়সহ ৭০ জন (পুরুষ ও মহিলা) খেলোয়ড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবারের স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য জাফরুল ইসলাম বাবুল, আম্পায়ার, জাতীয় দলের খেলোয়াড়সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।