শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

স্বাধীনতা দিবস ক্যারমে চ্যাম্পিয়ন হাফিজ-আফসানা

প্রকাশিত: মার্চ ২৯, ২০২২, ০৬:৩৬ সকাল
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:১৪ সকাল

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে স্বাধীনতা দিবস ক্যারমের পুরুষ বিভাগে হাফিজুর রহমান ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন আফসানা নাসরিন। 

সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে হাফিজুর রহমান ২-০ সেটে বিপ্লব রায়কে হারিয়ে শিরোপা জেতেন। 

অন্যদিকে নারিদের লিগ ভিত্তিক খেলায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন নাসরিন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ। তিনি বলেন, ‘অক্টোবরের শেষ দিকে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ক্যারমের খেলা। আমাদের আটজন খেলোয়াড় সেখানে খেলতে যাবে।

 ফেডারেশনের সভাপতি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক খেলোয়াড়দের ভাল ফলাফলের জন্য সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন। আমরা মুজিববর্ষে পাঁচটি বিভাগ ও ১৬ টি জেলায় ক্যারম টুর্নামেন্টের আয়োজন করেছি।’

জাতীয় দলের খেলোয়াড়সহ ৭০ জন (পুরুষ ও মহিলা) খেলোয়ড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এবারের স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্ট।

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাব,  কার্যনির্বাহী সদস্য জাফরুল ইসলাম বাবুল, আম্পায়ার, জাতীয় দলের খেলোয়াড়সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়