শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

চা-বিরতির আগে এক ওপেনার হারাল বাংলাদেশ

প্রকাশিত: এপ্রিল ০২, ২০২২, ০৬:২৭ সকাল
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:০৪ সকাল

ডারবান টেস্টের দ্বিতীয় দিনের চ্যালেঞ্জে মুখোমুখি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের ৩৬৭ রানে অলআউট করেছে বাংলাদেশ।


অর্থাৎ দ্বিতীয় দিনে বাকি ৬ উইকেটে ১৩৪ রান যোগ করতে পারে প্রোটিয়ারা।

দেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন রান এটিই। আগে মাত্র দুবার তারা অলআউট হয়েছিল দেশের মাঠে, ৪২৯ ও ৪৪১ রানে।

বোলার ও ফিল্ডারদের দুর্দান্ত পারফর্ম দেখার পর ব্যাটিংয়ের শুরুটাও ভালোই করে বাংলাদেশ। 

ডুয়ানে অলিভিয়ের ও অভিষিক্ত লিজাড উইলিয়ামসকে ভালোভাবেই সামলে নেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান। 

১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৫ রান।

যে কারণে সাইমন হার্মারের অফ স্পিন আক্রমণে আনতে বাধ্য হলেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। সফল হয় তার পরিকল্পনা।

তার স্পিনে ধরাশায়ী হন ৩৩ বলে ৯ রান করা সাদমান। 

একাদশ ওভারের ঘটনা।

হার্মারের ফ্লাইটেড বলের লেংথ বুঝে উঠতে পারেননি সাদমান। সামনে না খেলে তিনি অপেক্ষায় থাকেন পেছনের পায়ে। বল পিচ করে টার্ন না করে একটু নিচু হয়ে সোজা গিয়ে আঘাত করে স্টাম্পে। 

উদ্বোধনী জুটি শেষ হয় ২৫ রানে।

এই আউটের পরই আসে চা বিরতির ঘোষণা। মাহমুদুল হাসান জয় অপরাজিত ১৬ রানে।  

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়